তোর ঠিক যে তুইটুকু আমার
তাকে আমি জানলা বলে ডাকতাম।
হাওয়ার শিরদাঁড়া সোজা হলে
সেই জানলা গলে পাড়ি দিতাম আকাশের নীলে।
যে নীল গলায় গড়ালে পাগল হতিস তুই
তাকে হঠানোর সাহস ছিল না আমার।
আমি দেখতাম তোর প্রসন্ন অবতার।
আমার যে আমিটুকু তোকে দেবার ছিল
সেটায় মাকড়সা বাসা বুনছিল।
তোর দেখা বিঁধে যাওয়া মায়াজাল
আমার আয়নার দেওয়া বৈধ কাগজ
সব জমিয়ে ছিলাম আদিখ্যেতার অবসরে।
তবু নিজেকে নিংড়ে বানানো আমিটুকু
ফুরিয়ে যেত তোর প্রসন্নতার আড়ালে।
০৮/১২/২০১৬
চিত্রঋণ : ilya glazunov
বাহ্...
ReplyDeleteখুব খুব ভালো লাগল শম্পা।
ReplyDeleteধন্যবাদ।
Deleteএই আমিটুকুই দরকার। তাহলেই লেখা হবে।
ReplyDeleteএই আমিকে ছেঁকে ছেনে দেখাটা ভালো লাগল ।
ReplyDeleteবেশ !
ReplyDelete