নারীর বুকের মাঝে ঘুমের ওষুধ : মলয় রায়চৌধুরী



ম্যাডেলিন করিয়েট-এর জন্য প্রেমের কবিতা

খামে-ভরা তোমার স্মৃতিটুকু ভাসানের জগঝম্প ভিড়ে
জুহুর সমুদ্রের ঢেউয়ে শেষ চুমু খেয়ে
বিসর্জন দিয়েলুম ম্যাডি, ম্যাডেলিন করিয়েট
তিরিশ বছরের বেশি অফিসের কলিগেরা
খামের ভেতরের স্মৃতি দেখে যা-যা বলেছি ওনাদের
বিশ্বাস করেছে নির্দ্বিধায়, হা-হা, হা-হা, ম্যাডেলিন--
বাঘিনীর লোম মনে করে হাতে নিয়ে গালে চেপে
মাথার ওপরে ভবিষ্যত উন্নত করবে বলে ঠেকিয়েছে
ভেবে দ্যাখো ম্যাডেলিন, কত্তোজনের সমাদর পেলো
গোলাপি তুলোট যোনি থেকে সংগ্রহ করা
সোনালি ঘুঙুরালি বালগুলো, জয় হোক জয় হোক
তোমার অক্লান্ত প্রেমের, নেশালগ্নে নিশাসঙ্গমের
সিংহের বাঘের টিকটিকি কুমিরের দৈব-আঙ্গিকে

নারীর বুকের মাঝে ঘুমের ওষুধ

ম্যাডেলিন বলেছিল
প্রেমিকের শরীরের
সবকিছু মুখস্হ হয়ে গেলে
অন্য প্রেমিকের প্রয়োজন হয়
তারপর বুড়ো হলে জীবনের সব মিথ্যা
সত্য হয়ে উঁকি মারে বলিরেখা জুড়ে
প্রতিটি যুগের নিজস্ব মিথ্যা হয়
সমস্ত জীবনভর যতো ছায়া মাটিতে ফেলেছ
তাদের একত্র করে শেষ প্রেমিকার বুকে মাথা গুঁজো
শেষতম নারী
দু'বুকের মাঝখানে ইনসমনিয়া সারাবার
ব্যবস্হা করবেই
সেখানে ঘুমের জন্মান্ধ উত্তমপুরুষ
কবিতার অদৃশ্য খাতা খুলে
কয়েক শতক বসে আছে

যতোদিন আছি ততোদিন ভালোবেসে যাবো

আরও কতো কথা বলেছিল ম্যাডি, ম্যাডেলিন
এই যেমন, "সঙ্গম ও শিশুর জন্ম দেয়া ছাড়া
যোনির কোনো ধর্ম নেই; প্রেমিক ও সন্তানের
মুখে গোঁজা ছাড়া মাইয়ের কোনো ধর্ম নেই
ইন ফ্যাক্ট, দুইটি দেহের মাঝখানে ধর্মের ভূমিকা থাকে না--
দুইটি দেহের মাঝে অনর্থক ভিসা-পাসপোর্ট শুরু করে
মন্দির মসজিদ চার্চ সিনাগগ দুর্বোধ্য ভাষা্য লেখা
ধর্মগ্রন্হ এনে পুরুষেরা প্রেমকে ধ্বংস করেছে
ধর্মকে প্রেমের মাঝে
  সীমারক্ষক করে
নারীকে চুবিয়েছে হীনম্মন্যতার রসায়নে
গুহাবাসীদের জান্তব সমাজে ফেরার পথ আমাদের নেই
তাই যতোদিন বেনারসে আছি ভালোবাসাবাসি করে যাই"

                                           (চিত্রঋণ : Arkady Plastov)



61 comments:

  1. দারুণ দারুণ। আগুনের মতো হলকা ছড়ানো কবিতা। আবার ভালোলাগার আবেশও ছড়িয়ে দেয়। ঘুমের ওষুধের এমন অব্যর্থ ঠিকানা … অসাধারণ !

    ReplyDelete
  2. ভালো লাগলো।

    ReplyDelete
  3. বাঘেরা শিকার ভোলে না কখনো

    ReplyDelete
  4. অসাধারণ সুন্দর লাগল আপনার কবিতা তিনটি। আরও পড়তে ইচ্ছে করছিল।

    ReplyDelete
  5. ম্যাডেলিন ঠিক বলেনি, ম্যাডেলিন বোঝেনি প্রেমের গভীরতা, তাইতো সম্ভব হয়েছে স্মৃতিকে ছুঁড়ে ফেলে দেওয়া।
    ভালো লাগলো- এই নবীনতা,জীবনকে কাছ থেকে দেখার অভিব্যেক্তি ।

    ReplyDelete
    Replies
    1. আমার উপন্যাস অরুপ তোমার এঁটোকাঁটায় পাবে ম্যাডেলিন করিয়েটের সঙ্গে আমার জীবন কাটাবার অভিজ্ঞতা ।

      Delete
  6. দ্বিতীয় কবিতাটাকে শতাব্দীর কবিতা বলতে চাই । কেন না সে শতাব্দীর সত্য কথাটা বলেছে ।
    শিরোনামের ছবিটি কোথায় পেলে ? যাহোক আমি সেভ করে রাখলাম ।

    ReplyDelete
  7. নারীর যোনির লোম যে কবিতার বিষয় হতে পারে তা আপনি ছাড়া বাংলা আধুনিক কবিতায় ইতোপূর্বে কেউ সাহস করে লিখেছেন কি ? আপনি নিঃসন্দেহে অদ্বিতীয় । আমার পছন্দ সেকেন্ড কবিতাটা । ম্যাডি সম্পূর্ণ সত্য কথা বলেছিলেন আপনাকে । ইনি কি অরুপ তোমার এঁটোকাঁটার বিদেশিনী ?

    ReplyDelete
    Replies
    1. তাই ? আমার মনে হয় এখনকার যুবক-যুবতীরা অনেকেই লিখছেন ।

      Delete
  8. আরাম পেলাম দাদা।ধর্মকে প্রেমের মাঝে সীমারক্ষক করে/ নারীকে চুবিয়েছে হীনমন্যত্বার রসায়নে।

    ReplyDelete
  9. kora kobita. bar bar porte hobe, hajom korr jone.

    ReplyDelete
    Replies
    1. পরের বার পড়ে মতামত জানিও ।

      Delete
  10. প্রেমকে দেহতেই সীমিত করে কবি তুমি কি গান শোনাও আমায়? ধর্মকে শুধু আচারেই বেঁধে রাখো কেন? শব্দ কে ভরসা করে কত দিন বাঁচা যাবে যদি দর্শন তাৎক্ষণিক হয়? বিশ্বাস নয়, অনুভূতি নয়, জ্ঞান চাই। কবে পাব?


    ReplyDelete
    Replies
    1. উত্তর-সত্যের যুগে জ্ঞান পরিহার্য । জ্ঞান ক্ষতিকর । আমাদের ফিরে যেতে হবে জ্ঞানহীন আদিম জীবনে ।

      Delete
  11. "সমস্ত জীবনভর যতো ছায়া মাটিতে ফেলেছ
    তাদের একত্র করে শেষ প্রেমিকার বুকে মাথা গুঁজো
    শেষতম নারী ।" - দারুণ দারুণ ! মলয়দার কবিতা সব সময় আমাকে টানে। ভীষণ অন্যরকম । ভালো লাগে।

    ReplyDelete
  12. মডেল
    শাড়িরগিঁট খুলতে খুলতে তিনি বললেন - ভয় করছে তোর ?
    তোর তো এই প্রথমবার ,যদিও আমারও এই প্রথম।
    ঘরের ইতিউতি ছড়িয়ে থাকা তার লেখা বইগুলো ফিক্‌ করে হেসে উঠলো
    বুঝলাম- ডাহাঝুট বলছে লোকটা।
    শিরশিরে ভালোলাগার পরশ ,মহব্বতে ছুটখাট মানিয়ে যায় এসব।
    সাদালোমশ বুকে লেপটে থাকা চামউকুনের মতো বিলি কেটে বললাম-
    না না ভয় আর কি !আপনি বিশিষ্ট শিল্পী ,তায় শ্লেষ্মারযাত্রী
    তার হাঁ-মুখে সিঙ্গেল মল্ট , দু আঙুলের ফাঁকে গলন্ত 555
    বগলে বুড়োঘামের গন্ধ।এসব নাকে নিয়ে ,
    তার দৃষ্টির সামনে খানিক ভিক্টোরিয়ার পরীমডেলে দাঁড়িয়ে বললাম-
    দেখুন তো এই পজিশনে সুবিধে হবে কি আপনার?
    কপাল থেকে রুপালি চুল সরিয়ে কিঞ্চিৎ হেসে
    আলতো করে পর্বতচুড়ায় হাত রাখলেন পাড়াতুতো হুলোর মতো
    মিহিন লালওড়না পর্বতজোড়ার মধ্যেখানে ফেলে বললেন -
    এইবার ভীষণ নিসর্গ নিসর্গ লাগছে না ?
    দেখছি একটা বাচ্চাসাইজের ছিপ জলের ওপরে
    দাঁড়াচ্ছেই না , অথচ মাছেরচার রয়েছে যথেষ্ট -
    ডট পেনের সাথে খাতার সঙ্গম ঘটিয়ে তিনি বললেন-
    শুধু দেখেই যেতে হবে তোর অপরূপ রূপ ! বল কি আর করতে পারি তোকে
    শোকেসে সাজিয়ে শব্দ সাজানো ছাড়া!
    শোন,সিন্ধুসভ্যতার ক্লিভেজ ব্যাপারটা সামনে আনতে চাইনা কিন্তু,
    থাক কিছুটা অবস্ট্রাট ,কি বল!
    দর্শক তোকে মিস্ট্রিয়াস ভাবুক...
    মনে মনে হাসলাম,জানতে চাইলাম,আপনার আগের মডেলরা
    অনেক বেশি সুন্দরী ছিলেন,তাদের ছেড়ে আমায় নিয়ে মাতলেন কেন!
    বললেন তিনি,তারা ছিল ন্যুডকবিতার মডেল
    তোর মতো গ্রিক মিথলজির ছুঁড়ে কেউ আগুনে পুড়িয়ে এভাবে মারতে
    চায়নি আমায়।
    সোনালী মিত্র

    ReplyDelete
    Replies
    1. দিয়েছিস বটে মোক্ষম একখানা মন্তব্য, কবিতার মাধ্যমে । ম্যাডেলিন করিয়েটকে শাড়ি পরাবার কথা ভেবে দেখিনি । এবার কলকাতায় গেলে গুরুচণ্ডালী স্টল থেকে আমার উপন্যাস "অরূপ তোমার এঁটোকাঁটা" কিনিস । লাভিউ সোনালী ।

      Delete
  13. কবিতা পড়তে পড়তে বার বার মনে হয়, এই মলয় রায়চৌধুরী লোকটির বয়স কত?

    ReplyDelete
  14. Replies
    1. বেশ কাব্যিক মন্তব্যখানা । চাবুক বুকে পড়ার বদলে চাবুকে বুক ।

      Delete
  15. "ম্যাডেলিন বলেছিল প্রেমিকের শরীরের সবকিছু মুখস্হ হয়ে গেলে অন্য প্রেমিকের প্রয়োজন হয়| তারপর বুড়ো হলে জীবনের সব মিথ্যা, সত্য হয়ে উঁকি মারে বলিরেখা জুড়ে| প্রতিটি যুগের নিজস্ব মিথ্যা হয়" বা,"সঙ্গম ও শিশুর জন্ম দেয়া ছাড়া
    যোনির কোনো ধর্ম নেই; প্রেমিক ও সন্তানের
    মুখে গোঁজা ছাড়া মাইয়ের কোনো ধর্ম নেই
    ইন ফ্যাক্ট, দুইটি দেহের মাঝখানে ধর্মের ভূমিকা থাকে না--"...এই রকম কিছু লাইন মন ছুঁয়ে নিল.

    ReplyDelete
  16. "ম্যাডেলিন বলেছিল প্রেমিকের শরীরের সবকিছু মুখস্হ হয়ে গেলে অন্য প্রেমিকের প্রয়োজন হয়| তারপর বুড়ো হলে জীবনের সব মিথ্যা, সত্য হয়ে উঁকি মারে বলিরেখা জুড়ে| প্রতিটি যুগের নিজস্ব মিথ্যা হয়" বা,"সঙ্গম ও শিশুর জন্ম দেয়া ছাড়া
    যোনির কোনো ধর্ম নেই; প্রেমিক ও সন্তানের
    মুখে গোঁজা ছাড়া মাইয়ের কোনো ধর্ম নেই
    ইন ফ্যাক্ট, দুইটি দেহের মাঝখানে ধর্মের ভূমিকা থাকে না--"...এই রকম কিছু লাইন মন ছুঁয়ে নিল.

    ReplyDelete
  17. মিতুল দত্তDecember 15, 2016 at 10:18 PM

    সেকেন্ড লেখাটা...উফ্!!!!

    ReplyDelete
  18. কবিতা তিনটি দারুণ । হাংরি জেনারেশনের কথা মনে পড়িয়ে দেয় । আমার ব্লগের জন্য অনুবাদ করব ।

    ReplyDelete
    Replies
    1. করো । পড়েছি । ভালোই কাজ করছ ।

      Delete
  19. আপনার কবিতাগুলো চিরউজ্বল । আধুনিকতার চরম উচ্চারণ । বাক্যগঠন, শব্দবিন্যাস কোন ভাবেই যৌনতাকে দাবিয়ে রাখে না, বরং সাপ্লিমেন্ট করে । পড়তে পড়তে অস্ত্র আরো ধারলো হয়ে ওঠে ।

    ReplyDelete
  20. ধন্যবাদ পীযুষ । ভালো থেকো ।

    ReplyDelete
  21. "যতোদিন আছি ততোদিন ভালোবেসে যাবো"-সবচেয়ে বেশি ভালো লাগা দাদা। তিনটে কবিতাই অসাধারণ!

    ReplyDelete
    Replies
    1. ধন্যবাদ জহির । ভালো থেকো ।

      Delete
  22. আহা, সোনালী ঘুঙুরালী বাল গুলো! আরো কতো কী! অসামান্য সব কবিতা! শ্লেষে আর দ্রোহে জেরবার । আর বরাবরের মতই একদম মলয়কী!

    ReplyDelete
    Replies
    1. ধন্যবাদ হাসান । তুমিই সাহস করে মূল আক্রমণটুকু উল্লেখ করলে ।

      Delete
  23. সত্যের নির্যাস যেন প্রতিটি কবিতা, সাহসী উচ্চারণে ভরা প্রতিটি শব্দ,প্রতিটি লাইন,প্রতিটি কবিতা। বেশ বেশ ভালো লেগেছে, দাদা

    ReplyDelete
  24. ভালো লাগলো। চিরন্তন এবং বাস্তব।

    ReplyDelete
    Replies
    1. ধন্যবাদ নাজনীন । ভালো থেকো ।

      Delete
  25. Such insightful poems !
    Thanks for sharing...

    ReplyDelete
  26. দুর্দান্ত লিখেছেন।

    ReplyDelete
  27. একদম মলয়কী............

    ReplyDelete