আদরবাদাম ও আফরিন : মনোজ দে



আদরবাদাম

বার্ধক্যে নতুন ভাড়াটে আসে না

এক একটা রঙ নিয়ে উড়ে যায়
      মশাল শহর
যে পাঁচিলে আঙুলের বসবাস,
  তার
অনেকখানি নীচ হতে ওঠে,
   ফুঁপিয়ে     শেকড়

যাতায়াত নেই। কোনো যাতায়াত নেই,
  যে রাস্তায়
সেখানেও আলো আসে। সূর্যোদয়।
  এবং বাতাস নিভৃতে  
                                               কিছু শিহরন রেখে যায়



আফরিন

অসুখের সাথে অরণ্যের কোনো সম্পর্ক থাকে না

বিরুদ্ধ কুয়াশা ঠেলে মৃদুল ঠোঁটের দ্যুতি
অবয়ব চিনে নিচ্ছে
        যেভাবে মেহফিল
আয়ত তোমার উচ্চারণ

ফসল। সুগন্ধি। কিশলয় কিশলয় এই সাজ
মিথের দেশের ব্যাকরণ পেরিয়ে,
  এভাবে
                                 ঠিক এভাবেই সিঁথি আঁকছি


10 comments:

  1. ফসল। সুগন্ধি। কিশলয় কিশলয় এই সাজ
    মিথের দেশের ব্যকরণ পেরিয়ে , এভাবে
    ঠিক এভাবেই সিঁথি আঁকছি

    ReplyDelete
  2. আফরিনের শেষটা পুরো সম্মোহিত

    ReplyDelete
  3. আফরিন...ক্লিনিকাল ফিনিশ...

    ReplyDelete
  4. শব্দ গন্ধের সাথে আবিস্কার হচ্ছে...

    ReplyDelete
  5. অসুখের সাথে অরণ্যের কোন সম্পর্ক ই থাকে না

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete