দুটি কবিতা : বিনায়ক দত্ত



সহবাস

কুয়াশা নাম নিলে,       
বাতাস ঝুলিয়ে রাখে। 
নদী আর মেঘ। 
ভুলে পারে  না,  
ভুলতে চায় না। 
শুধু শার্ট উড়িয়ে দেয়। 
কান্নার আদরে,  
পূর্ণ  হয়  শূন্যস্থান। 


পুনরাধুনিক একটি বাস্তুতন্ত্র

জল অবগামী। নারকেল গাছ। শুরু। ওঠা। 
ডালপালা বেশি। পাশে। সোজা। ফল আসবে। 
'ফলের  মানে। 'ফলের দাম।   
প্রতিটা রাত্। একলা পুকুর। হলুদ কপালে।   
কানের পাশের চুল। কাঁটা। রাস্তা নেমে।  
সেগুন পাতায়। ঢাকা পাখি। সবুজ। টিয়া ?  
গেস। হিংচা বেচা। শান্ত। দেশ।  
দরজা। নেই। কেউ। ঘরটা। 

                                                (চিত্রঋণ : Rameshwar Broota)

6 comments:

  1. আগের সেই, দুষ্টু ছেলেটাকে এবার পেলাম না...।এবার বরং ভাল, বুদ্ধিমান কয়েকটা ডোরা কাটা ঘর পেলাম, যেখানে সাপ খোলস খুলতে ভয় পায়।

    ReplyDelete
  2. Eto mon diye porar jnno asonkho dhonnobad.pase thakben. Vul hole obossoi bokuni chai....

    ReplyDelete
  3. ১ নংটি ভালো লা গ ল বেশি

    ReplyDelete
  4. ১ নংটি ভালো লা গ ল বেশি

    ReplyDelete