চিঠি
শ্রমজীবী গাছটি শুয়ে থাকে ভাঙা ইস্পাতের বুকের পাঁজরে
আর আমার অরণ্য এসে থেমে যায় কাঁচের মন্দিরের কোলে
শত শত ঝিঁ ঝিঁ পোকা ছেড়ে দিয়ে তুমি আগুন জ্বালিয়ে দাও তাতে
সুখের সন্ন্যাস চেয়ে তোমার বুকে আশ্রয় খুঁজতেই
নীল খামে পাঠিয়েছো এক দীর্ঘ অমাবস্যার চিঠি।
রাধাচূড়া শুকাচ্ছে বিষণ্ণ কুয়াশায়
স্লিপিং পিলের শিশি
স্লিপিং পিলের শিশিতে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে আমার
রাতঘুম
সঙ্গমের পর গ্রিনভ্যালিতে যেমন আবেশ ছড়ায় ক্রিমসন রঙ
তোমার অবারিত ভাবনার জলাভূমি মিশে আছে ঘুঘুডাকা
দুপু্রে
নীল পাড়ের শাড়িতে শরীর জড়াতেই নাভিমূলে নিঃশ্বাসের শব্দ
ছড়াও
যতবার ফিরে যাই তোমার পথেই পড়ে থাকে রাতজাগা ভোরের শিশির
কাঁচের শিশিতে সাজিয়ে রেখেছো আমার মায়াবী রাত জ্যোৎস্নাভেজা
ঘুম।
(চিত্রঋন : Alexander
Averin)
ভালো লাগল।
ReplyDeleteবাহ !
ReplyDeleteসুখের সন্ন্যাস ও সংগমের পর ক্রিমসন রঙ বেশ সুন্দর ও মায়াবী ।
ReplyDelete