ভ জ ন দ ত্ত - র ক বি তা



রাতের পুকুর

রাতের পুকুরে চারাপোনা জলঘাই মারে
ঢেউ তুলে তুলে টুনিবাল্বের ঝিকিমিকি আলোয়
পাড়ে খেয়ে বাঁচে আছাড়ি পিছাড়ি
পুকুর মায়া
বেহালা রাতের নির্জনতা ভাঙে ছলাৎছল

সংসার ডুবে যায় পুকুরে
ভিজে যায় স্বরলিপি
কী পোড়ে মায়ার চিতায়...


প্রথম সর্বনাশ

খোলামকুচির চচ্চড়ি প্রতারণা রাখা রান্নাবাটি
গুড়ো গুড়ো ইটের ঝালে শৈশবের হুঃ হাঃ
চিন্ময়ীবউ শালুকপাতায় সাজিয়েছিল প্রথম সর্বনাশ

লোমশ লোমশ শিখেছিল কেউ দুপুর গোধুলি হওয়ার আগেই...

                                                     (চিত্রঋণ : Nikolai BASKAKOV. 'milkmaids'. 1962)

1 comment: