পোড়া পোড়া
গন্ধ আমাদের শরীরে শরীরে
অজস্র
নাটকীয়তা ভীড় করে আসে মগজে
ফাঁকা
গ্রীনরুমে ফিলামেন্টকাটা বাল্ব -
ক্রমশ
প্রকাশ্য কিছু অন্তরাল
কাটা কাটা
ছবি পরতে পরতে ছড়িয়ে পড়ছে
চরাচর... যে আলোকে আমি কোনো দিন ধরিনি
অথচ মঞ্চের
সমস্ত আলোকমালায় আমার হাতের মুঠো...
চরিত্র
নয় , বরং প্রপসের
হয়ে কিছু কথা
শোনা দরকার - শোনা দরকার অডিটোরিয়ামে
প্রতিটি
দর্শকের মঞ্চ দাপানো চিৎকার …
আমাদের
গলা টিপে আসছে, আমাদের ডায়ালগ
ভুল হয়ে
যাচ্ছে, প্রম্পটার
শুধু পালিয়ে পালিয়ে -
এভাবে
বেশিদিন চলবেনা হে সমস্ত মাউথপিস
-এরকম
শক্তির
উৎস হারিয়ে দিচ্ছে প্রম্পটার
শিগগির
যাও, প্রতিদিন খুঁজে
আনো
আমাদের
অজস্র প্রম্পটার দরকার -
মাথাটা
ফাঁক করে দেখো কার কতটা
হলদে রঙের
ঘিলু… কার কতটা প্রম্পটার প্রয়োজন
(চিত্রঋণ : Gioia Albano)
জীবননাটকের রিহার্সাল
ReplyDeleteThis comment has been removed by the author.
Deleteশুভেচ্ছা, রঙ্গন।
ReplyDeleteধন্যবাদ মাসুদার দা
Deleteএটি চাবুক আছে।আমার কাছে, যুক্তিযুক্ত লেগেছে্। একদম ঠিক কথাটাই বলেছ।
ReplyDeleteধন্যবাদ দাদা
Deleteআমরা সবাই প্রম্পটার রে...
ReplyDeleteভালো লাগলো
ReplyDeleteNice
ReplyDelete