রিহার্সাল বিষয়ক : রঙ্গন রায়



পোড়া পোড়া গন্ধ আমাদের শরীরে শরীরে
অজস্র নাটকীয়তা ভীড় করে আসে মগজে
ফাঁকা গ্রীনরুমে ফিলামেন্টকাটা  বাল্ব -
ক্রমশ প্রকাশ্য কিছু অন্তরাল
কাটা কাটা ছবি পরতে পরতে ছড়িয়ে পড়ছে
চরাচর... যে আলোকে আমি কোনো দিন ধরিনি
অথচ মঞ্চের সমস্ত আলোকমালায় আমার হাতের মুঠো...
চরিত্র নয় , বরং প্রপসের হয়ে কিছু কথা
শোনা দরকার - শোনা দরকার অডিটোরিয়ামে
প্রতিটি দর্শকের মঞ্চ দাপানো চিৎকার
আমাদের গলা টিপে আসছে, আমাদের ডায়ালগ
ভুল হয়ে যাচ্ছে, প্রম্পটার শুধু পালিয়ে পালিয়ে -
এভাবে বেশিদিন চলবেনা হে সমস্ত মাউথপিস -এরকম
শক্তির উৎস হারিয়ে দিচ্ছে প্রম্পটার
শিগগির যাও, প্রতিদিন খুঁজে আনো
আমাদের অজস্র প্রম্পটার দরকার -
মাথাটা ফাঁক করে দেখো কার কতটা
হলদে রঙের ঘিলু কার কতটা প্রম্পটার প্রয়োজন

                                      (চিত্রঋণ : Gioia Albano)

9 comments:

  1. জীবননাটকের রিহার্সাল

    ReplyDelete
  2. এটি চাবুক আছে।আমার কাছে, যুক্তিযুক্ত লেগেছে্‌। একদম ঠিক কথাটাই বলেছ।

    ReplyDelete
  3. আমরা সবাই প্রম্পটার রে...

    ReplyDelete