ভয় পেলে ভয়
রথের চাকা রথে থাকতে চাইছে না। শুঁয়োপোকাদের
ঠেকে
শিখতে হচ্ছে, রঙিন ডানায় প্রজাপতির চোখে লেগে নেই সুচ,
নিতান্ত শ্রমিকের পিঠে ঘাম আসে তাই, নইলে সবই ছিল
মালিকের, আর খানা খন্দে ভরা আকাশ থেকে সোনার
অবুঝ
ধানক্ষেত নাড়িয়ে নাড়িয়ে হেঁটে যাচ্ছে পৃথিবীর বাইরে
আরও বাইরে থেকে বাইরে যেতে কতটা চোখরাঙ্গানি
লাগে, সে জানে না ঠোঁটে।
পলকের মধ্যে এতটাই দূরত্ব রাখে পলকও, যেন পড়েনি সে
পড়েনি একবারও,
সেই গাছের পাতায়, যেমন করে কাঠবিড়ালি,
লাফিয়ে ওঠে।
অপ্রকাশিত
রাগ
আমি মাথায় হাত দিয়ে খেতে
বসি। খিদে পায় না তাও খেতে বসি। মৃত্যু পায়, মরে যাই না...
জন্ম পেতে গেলে,অনেকটা
অন্যরকম হতে হয়। আমি সেই অন্যরকমটি নই। আমার ব্যথা
লাগলে আমি চিৎকার করে গিয়ে নিজেকে বলি... নিজেকে বলা মানেই, সকলকে বলা... সকলকে বলা মানে
নিজেকে বলা নয়
নিজেকে বলতে বলতে রাত
হয়ে আসে। সকালের প্রথম কবিতার জন্য আজ রাগ জন্মায়। তোমায় কোনদিন
লেখা পাঠাবো না আর। আজ বুঝেছি, নিজের ব্যথা নিজেকেই বলতে হয়। নিজেকে বলা
মানেই, সকলকে বলা...
সকলকে বলা মানে, নিজেকে
বলা নয়।
কবিতা বেশ লাগছে....
ReplyDeletetoro jokhon oi besh lagche,,,amaro tobe lagche
Deleteঅপূর্ব ভাষাপ্রকাশ।
ReplyDeleteধন্যবাদ ভায়া
DeleteGood try !!!!lekha gulo niye nijer kache clear thaklei holo !!!
Deleteঅসাধারন
ReplyDeleteজানি না... অসাধারণ কিনা
Deleteঅসাধারন
ReplyDeleteErokom rag thaka valo.prothom ta besi valo laglo 2nd ta oi oi hisebe besi valo laglo.oi mane oi ....
ReplyDeleteচুমু...কিন্তু ওই না... ওই ভাবে... ওই মানে ওই...
Deleteদুটো ভিন্ন স্বাদে পূর্ণ । অসাধারন শব্দচয়ন ও ব্যঞ্জণা ।
ReplyDeleteবুঝলাম না কে... তবুও ভালো তো লাগেই, কাকেরও লাগে... সুন্দর শুনে
Deletevalo
ReplyDeleteধন্যবাদ... সায়ন্তনি।
Deleteবেশ ভালো লাগলো...
ReplyDeleteদেখো... পরের গুলো ...
Deletekhub sundor shobdo binyas.....
ReplyDeleteধন্যবাদ... পলাশ
Deleteঅপেক্ষায় থাকব পরের লেখার
ReplyDeleteআচ্ছা...
Deleteবেশ স্মার্ট কবিতা। নিসর্গর আলোছায়ায় পুনরাধুনিক প্রকাশ।
ReplyDeleteহারাধন... এই নাম টা যদি স্মার্ট হয়... তাহলে আমিও তাই
Delete"অপ্রকাশিত রাগ" চমৎকার লাগল!
ReplyDeleteOnnorokom.............bes sundor............
ReplyDeleteআচ্ছা
DeleteKar kemon laglo tar chye asol bisoy holo je likheche se clear ki na
DeleteSeta holei holo ,,,good try
setoh thik i.... kintu ami amar kache motei clear noi..... " this is the problem with this world, that all the stupids are full of confiende and all the........ thak bollam na... eti charles bukowski r choto kotha.
Deleteঅপ্রকাশিত রাগ
ReplyDeleteআমি মাথায় হাত দিয়ে খেতে বসি। খিদে পায় না তাও খেতে বসি। মৃত্যু পায়, মরে যাই না...
জন্ম পেতে গেলে,অনেকটা অন্যরকম হতে হয়। আমি সেই অন্যরকমটি নই। আমার ব্যথা লাগলে আমি চিৎকার করে গিয়ে নিজেকে বলি... নিজেকে বলা মানেই, সকলকে বলা... সকলকে বলা মানে নিজেকে বলা নয়
নিজেকে বলতে বলতে রাত হয়ে আসে। সকালের প্রথম কবিতার জন্য আজ রাগ জন্মায়। তোমায় কোনদিন লেখা পাঠাবো না আর। আজ বুঝেছি, নিজের ব্যথা নিজেকেই বলতে হয়। নিজেকে বলা মানেই, সকলকে বলা...
সকলকে বলা মানে, নিজেকে বলা নয়।
এবং
ভয় পেলে ভয়
অস্ত্রদের কান্না পাবে কেন? যুদ্ধের মাঝখানে টিফিন ব্রেক
রথের চাকা রথে থাকতে চাইছে না। শুঁয়োপোকাদের ঠেকে
শিখতে হচ্ছে, রঙিন ডানায় প্রজাপতির চোখে লেগে নেই সুচ,
নিতান্ত শ্রমিকের পিঠে ঘাম আসে তাই, নইলে সবই ছিল
মালিকের, আর খানা খন্দে ভরা আকাশ থেকে সোনার
অবুঝ
ধানক্ষেত নাড়িয়ে নাড়িয়ে হেঁটে যাচ্ছে পৃথিবীর বাইরে
আরও বাইরে থেকে বাইরে যেতে কতটা চোখরাঙ্গানি
লাগে, সে জানে না ঠোঁটে।
পলকের মধ্যে এতটাই দূরত্ব রাখে পলকও, যেন পড়েনি সে
পড়েনি একবারও,
সেই গাছের পাতায়, যেমন করে কাঠবিড়ালি,
লাফিয়ে ওঠে।
দুটো লেখাই ভিন্ন স্বাদের।।
দুটো লেখাই তাদের নামের দিক থেকে যথাযথ স্বার্থকতা প্রকাশ পেয়েছে।।
চরম,কাঁচা বাস্তবের স্বাদ এবং প্রতিবাদী মনোভাবের পরিচয় পেলাম।।
খুব সুন্দর ভাষা ও শব্দের ব্যাবহার সমূহ।।
আমি মন্ত্রমুগ্ধ।।😊
তুমি এক অন্যতম আধুনিক কবি।।😊
ReplyDeleteতুমি আমার চোখে দেখা, সব থেকে ভালো ছবি তুলিয়ে ভাই
Deleteশক্তিশালী ভাষা।খুবই ভাল লাগলো
ReplyDeleteঅপরূপ, মুগ্ধতা
ReplyDelete।
thanks didi
DeleteTumi guru bhalo
ReplyDeletetumi guru ke bujhlam na....
DeleteNice & স্মার্ট কবিতা অপেক্ষায় থাকব পরের লেখার। ।
ReplyDeletethanks
Deletebhalo khb
ReplyDeletedhur.....
Deleteতুমি কবিতার ছত্রে ছত্রে আঘাত সৃষ্টি করার চেষ্টা করেছ, এটা খুব ভালো লাগলো । সঙ্গে শব্দের ব্যবহার ও। কিন্তু 2nd কবিতা তা ভালো লাগলো না
ReplyDeletesecond lekhata bhelo laglo na jene,,,amar bhalo laglo.....
DeleteApurbo
ReplyDeletedhonnyobad prabir
DeleteDutoi besh vaalo. Tobe prothom ta ektu beshi.
ReplyDeletebhalo laglo, sune...
Deleteঅপ্রকাশিত রাগ টা বেশ
ReplyDeletetahole besh...
Deleteপ্রথমটি ভাল লেগেছে....
ReplyDelete২য়টি লাগেনি। আমার ভাল লাগেনি এই বলে কবিতা খারাপ এটা বলছি না।
আমার ভাল লাগে এই ধরনের ইশারা।
"পলকের মধ্যে এতটাই দূরত্ব রাখে পলকও, যেন পড়েনি সে
পড়েনি একবারও"
কবিতার জয় হোক।
অনিরদ্ধ আনজির
হোক তবে।
ReplyDeleteপ্রথম লেখাটা খুব ভালো।
ReplyDeletebhalo laglo,,,didi
Deleteজন্ম নিতে গেলে অন্যরকম হতে হয় । কবিতা দুটো সত্যিই অন্যরকম ।
ReplyDeleteJODIO TAR POR BOLA, JE AMI TEMON TA NOI.....
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteঅভিষেক দা, ভয় পেয়ে ভয় কবিতাটি পড়ে সমন্বয়হীনতা লাগলো। মানে পরম্পরা পাইনি। পড়তে অবশ্য ভালো লেগেছে। মনে হচ্ছে বিচ্ছিন্ন লাইন। তবে প্রতিটি লাইন সুন্দর। দ্বিতীয় কবিতা- অপ্রকাশিত রাগ একেবারেই প্রথমটির উল্টো। অর্থাৎ- এটা পড়ে বেশ স্বস্তি পেয়েছি। বেশ প্রাঞ্জল। আপনার জন্য শুভকামান।
ReplyDeleteDHONNYOBAD
Deleteঅনবদ্য
ReplyDeleteholei bhalo r ki bolar.
Deleteভালো লাগলো বেশ..প্রথমটা বেশী ভালো.
ReplyDeletedhonnyobad dada
Deleteভালো লাগলো বেশ..প্রথমটা বেশী ভালো.
ReplyDeleteমোটামুটি কিছু যায়গা দখল করে নিয়েছে সাহিত্য ভূবন হতে
ReplyDeleteNA NA PAGOL NAKI
Delete২য় টা দারুণ লাগল। ১ম টাও খাসা।
ReplyDeleteTHANKS A TON
Deleteবেশ ভালো লাগলো
ReplyDeleteপ্রথমটা বেশী ভালো
THANKS DADABHAI
Deleteপ্রথমটা বেশ সুন্দর..কিন্তু পড়ে মন ভরেনি,ভাবনাটা ভালো কিন্তু পড়তে গিয়ে আটকেছি....কিন্তু দ্বিতীয়টা অসাধারন!আমার ভাষায় থুড়ি ফেলুদার ভাষায় #সাবাস!
ReplyDeleteTHANKS GO BHAI
Deleteঅসাধারণ সুন্দর হয়েছে
ReplyDeleteDHONNYOBAD,,BOIPORUN DADA....
Deleteখুব ভালো লেখনশৈলী। দুটো কবিতাই মন ছুঁয়ে যায়।
ReplyDeleteDHONNYOBAD,,, PARTHA BARAT MOHASOY...
Deleteদারুন লাগলো
ReplyDeletedhonnyobad,,,didi
Deleteবেশ ভালো লাগলো
ReplyDeletesamner gulo pore dekho....
Deleteবেশ ভালো লাগলো
ReplyDeleteDutoi valo laglo...
ReplyDeletedhonnyobad avijit acharya bhai
Deleteদারুন লেখা ...ভালো লাগল ...
ReplyDeletedhonnyobad....
Deleteঅপ্রকাশিত রাগ,,, বেশ ভাল লাগল দাদা
ReplyDeletedhonnyobad bhai.....
DeleteBah besh laglo
ReplyDeleteপ্রথম কবিতাটা ঠিক বুঝতে পারিনি,দ্বিতীয়টি ছুঁয়ে গেল বেশ, বিশেষত "নিজের ব্যথা নিজেকেই বলতে হয়।
ReplyDeleteনিজেকে বলা মানেই, সকলকে বলা..."লাইন টি
dhonnyobad arka prava das
ReplyDeleteদুটোই খুব স্মার্ট লেখা । তবে প্রথম লেখাটা আমার বেশী ভালো লাগলো তার চিত্রকল্প ও ঈঙ্গিতময়তার কারনে
ReplyDeleteDHONNYOBAD...
Deleteদুটোই খুব স্মার্ট লেখা । তবে প্রথম লেখাটা আমার বেশী ভালো লাগলো তার চিত্রকল্প ও ঈঙ্গিতময়তার কারনে
ReplyDeleteদুটোই খুব স্মার্ট লেখা । তবে প্রথম লেখাটা আমার বেশী ভালো লাগলো তার চিত্রকল্প ও ঈঙ্গিতময়তার কারনে
ReplyDeleteভাব আর ভাবের প্রকাশ অনন্য দুটোতেই। অনেক শুভেচ্ছা রইল। তবে প্রচ্ছদ ছবিটা আমার ভালো মনে হলো না।
ReplyDeletepashe thakun
Deletevery nice and self explainatory
ReplyDeleteখুবই প্রাসঙ্গিক...ভালো লাগলো কবিতা দুটি।
ReplyDeletedhonnobad
Deleteখুব ভাল লাগল কবিতা দুটি।
ReplyDeletedhonnobad
DeleteOprottashito rag.. fab.. ��
ReplyDeletethanks sagor
DeleteBesh vlo
ReplyDeletedhonnobad
DeleteBesh vlo
ReplyDeleteBhalo laglo besh..
ReplyDeletedhonnobad
Deleteআমার মননের থেকে অনেক এগিয়ে থাকা লেখা। রাগীও। তবু ভালো লাগলো।
ReplyDeletedhonnyobad,,,,,,nirmalaya kumar mukhopadhya.....
Delete'অপ্রকাশিত রাগ' দারুণ লাগলো……প্রতিটি লাইনই ব্যঞ্জনাময়…
ReplyDeletethanks...
ReplyDelete