সখাসম্বাদ : অভি সমাদ্দার



সখাসম্বাদ- ৪

আঁতের চই গুল্ম  দেব
শাঁসের লিপিকর

এবং জটিলে
যে সরল তাঁত
মুকুলিত কিরণ বুনে দেয়

আমি তার ঘুনাক্ষরে
আনন্দ - প্রতিবেশী
 

বিগলিত চরম হই
দোদুল গৃহটিতে

জমিয়ে স্খলন ঘটে
তরলে তরলে



সখাসম্বাদ- ৫

খুব বেশি দূরে নয়
ঘনবনকাটা

দু’দিকেই সরল
বোঝাই পথ

জোনাকি- গোলকে
ভেঙে যায়
যোগব্রতজন

আলালের মদিরপুঞ্জে
দুলাল শ্রীপতি

শিকড়ের শর্করাহেতু
টুকে যায়


টুকু টুকু দিনকালকথা




সখাসম্বাদ - ৬

চলো ওই
ধূসর মরশুমে
দু' একটি নির্জন কুহু
খুঁটে নিক, গহনবধূটি
কে সে বিষয়
আর কে বিষয়ী
বিবিধ নিটোলে
তরিকাঅশেষ
  কভু  পাই  তোমাকে

হে আমার মর্মখানি
হে আমার সখ্য চুরচুর


4 comments:

  1. দু একটি নির্জন কুহু /খুটে নিক , গহনবধূটি । 'গহনবধূটি' শব্দটির অপরূপ ব্যবহার 'খুঁটে' শব্দটিকে কমপ্লিমেন্ট দিলো । বেশ মজার ।

    ReplyDelete
  2. প্রিয় কবি, আপনি পড়েছেন যেনে ভালো লাগলো।

    ReplyDelete