সখাসম্বাদ- ৪
আঁতের চই গুল্ম দেব
শাঁসের লিপিকর
এবং জটিলে
যে সরল তাঁত
মুকুলিত কিরণ বুনে দেয়
আমি তার ঘুনাক্ষরে
আনন্দ - প্রতিবেশী
বিগলিত চরম হই
দোদুল গৃহটিতে
জমিয়ে স্খলন ঘটে
তরলে তরলে
এবং জটিলে
যে সরল তাঁত
মুকুলিত কিরণ বুনে দেয়
আমি তার ঘুনাক্ষরে
আনন্দ - প্রতিবেশী
বিগলিত চরম হই
দোদুল গৃহটিতে
জমিয়ে স্খলন ঘটে
তরলে তরলে
সখাসম্বাদ- ৫
খুব বেশি দূরে নয়
ঘনবনকাটা
দু’দিকেই সরল
বোঝাই পথ
জোনাকি- গোলকে
ভেঙে যায়
যোগব্রতজন
আলালের মদিরপুঞ্জে
দুলাল শ্রীপতি
শিকড়ের শর্করাহেতু
টুকে যায়
টুকু টুকু দিনকালকথা
সখাসম্বাদ - ৬
চলো ওই
ধূসর মরশুমে
দু' একটি নির্জন কুহু
খুঁটে নিক, গহনবধূটি
কে সে বিষয়
আর কে বিষয়ী
বিবিধ নিটোলে
তরিকাঅশেষ কভু পাই তোমাকে
হে আমার মর্মখানি
হে আমার সখ্য চুরচুর
ঘনবনকাটা
দু’দিকেই সরল
বোঝাই পথ
জোনাকি- গোলকে
ভেঙে যায়
যোগব্রতজন
আলালের মদিরপুঞ্জে
দুলাল শ্রীপতি
শিকড়ের শর্করাহেতু
টুকে যায়
টুকু টুকু দিনকালকথা
সখাসম্বাদ - ৬
চলো ওই
ধূসর মরশুমে
দু' একটি নির্জন কুহু
খুঁটে নিক, গহনবধূটি
কে সে বিষয়
আর কে বিষয়ী
বিবিধ নিটোলে
তরিকাঅশেষ কভু পাই তোমাকে
হে আমার মর্মখানি
হে আমার সখ্য চুরচুর
দু একটি নির্জন কুহু /খুটে নিক , গহনবধূটি । 'গহনবধূটি' শব্দটির অপরূপ ব্যবহার 'খুঁটে' শব্দটিকে কমপ্লিমেন্ট দিলো । বেশ মজার ।
ReplyDeleteধন্যবাদ,দাদা।
ReplyDeleteঅন্য রকম !
ReplyDeleteপ্রিয় কবি, আপনি পড়েছেন যেনে ভালো লাগলো।
ReplyDelete