সৈকতভুমি : অনিন্দিতা গুপ্ত রায়



ফেরতযোগ্য সমস্তই—এ হিসেব তোমারই স্পর্ধার মধ্যে
ওলোটপালোট খেতে খেতে গর্ভের ঢেউয়ে ফুলে ফেঁপে 
নোনা জলের হাহাকার হয়ে ভেসে উঠছে---
আত্মীয় নই বলে স্বজনও কি নই?
ওই ডুবে যাচ্ছে বিবর্ণ কাঠপুতুল হাঁড়িকুড়ি সমেত
ফেনার মধ্যে মিশিয়ে দিচ্ছে বিষ নাকি আতর  
প্রতিফলনের পর ফিরে আসা আলোর সরলে
কালোহাঁস ডানা ঝেড়ে উঠে বসছে
যেন অবিকল জলে ডোবা অথচ শুকনো দুটো চোখ
ফিরিয়ে নিচ্ছে সমস্ত লবণ ও ঢেউ 

                                      (চিত্রঋণ : Christopher Walker)    

8 comments:

  1. প্রতিফলনের পর ফিরে আসা আলোর সরলে কালোহাঁস ডানা ঝেড়ে উঠে বসছে...... একেবারে জলের নিবিড় অনুভব থেকে উঠে আসে এইসব অক্ষরমালা। সমস্ত লবণ ঢেউ হাহাকার সবকিছুই ফিরিয়ে দেয় সমুদ্র । সৈকতভূমিতে দাঁড়িয়ে নোনা জলে ডুবে যাচ্ছে শুকনো দুটি চোখ।

    ReplyDelete
  2. ভাল লাগল। বেশ ভাল লাগল!

    ReplyDelete
    Replies
    1. মন্তব্য পেয়ে আমারো খুব ভালো লাগল। ভালো থাকুন।

      Delete
  3. aha... emon sea beach e jete sadh hoy

    ReplyDelete