কথা ছিল
অক্ষর তুলে ছুঁড়ে মারছি ঘুমে
তোমার সাজে
পোশাক খোলার শব্দে
সাঁজোয়া গাড়ি
অথচ ঘন্টা বাঁধার কথা ছিল
কথা ছিল
মাইল মাইল ঘুম বেঁকিয়ে চাঁদ বানাবো
চোখ থেকে চোখ, তার...
শুভ আর দৃষ্টির মাঝখানে
এক রাস্তা
চাকু বসাবো
জঙ্গি
সহ্য করো
গান হিংসা রামায়ন
হাওয়া তোমাকে গাঁথবে এবং গাঁথতেই থাকবে
যতক্ষণ তুমি, আর যতটুকু রাস্তা...
ভেসে থাকা মানেনি কেউ
আজান পবিত্র করতে এসে তোমাকে
বিসমিল্লাহ করে যাচ্ছে
তুমি দেখছ অর্ধেক রোদ, সকালের
নাকে তীর বসাতে এসে
তোমাকেই করে ফেলেছে শিকার
তবু তুমি ছাতা আর জলের মাঝখানে
আশ্চর্য ব্যবধান
তবু তুমি জন্মদিনে গিলে ফেলছ
আস্ত একটা
লোহার ট্যাবলেট
(চিত্রঋণ : winslow homer)
osomvob lekha dutoi
ReplyDeleteosadharon
ReplyDeleteভালো লাগল
ReplyDeleteভালো লাগল, বিশেষতঃ দ্বিতীয় কবিতা অসামান্য
ReplyDeleteভালো লাগল, বিশেষতঃ দ্বিতীয় কবিতা অসামান্য
ReplyDeleteদারুণ রিপন।
ReplyDeleteমাইল মাইল ঘুম বেঁকিয়ে চাঁদ বানাবো। চোখ থেকে চোখ .........দারুণ।
ReplyDeleteজঙ্গি ঠিক জঙ্গির মতই হয়েছে, জাঙ্গিয়া হয়ে যায় নি...।
ReplyDelete