জেনুইন জকি : শুভ আঢ্য



ঘোড়াটির মুখ এবং বেরিয়ে পড়া শব্দ কিছু
লালা আর স্যালাইভার তফাৎ
মুখ ও গহ্বর অঞ্চল
দাঁড়িয়ে থাকে জকিটি স্থির, হাত পড়ে থাকে তার
হাত পরেও থাকেও সেযার নীচে দোস্ত থাকে না
সন্ধ্যের ওপর পোশাক ঠিক করে ব্রথেলের মেয়েরা
এঁকে এঁকে
একে একে
বেরিয়ে এসে যেখানে
লোকগুলো চোখ থেকে বেরোয়ঠিক্‌রে

তার খাবার প্লেটে শুয়ে আছে একটি মেয়ে
জকি দেখে
ঠোক্কর মারছে ঘোড়াটি অবিরামকোণ,
স্থূল থেকে সূক্ষ হচ্ছে আওয়াজ
তার নাল...
লাগাম তার পরানো হলই বা কখন
রেসের ঐকিকে প্রতিটা অঙ্কই তো বেগ দেয়!

একটি প্লেটের ওপর আজীবন অপেক্ষা করছে
সারাজীবন মেয়েটি সেই অশ্বশক্তি থেকে
যা কিছু পরম...


এগিয়ে আসার সময় গত অন্ধকার আনোদানা বেঁধে
ঘর অন্ধ কারও... কার ও কারই বা নয়!
তোমার অলিভরঙের গলায়, নলিতে ও স্কার্ফে
কত অন্ধকার,
হত অন্ধকার
এই বাক্সে ঢুকে জানিয়েছে
হঠকারি সিদ্ধান্তের কথাতাদের

তুমি বিশুদ্ধমতে রাত্রিবাসের পরে ঘোড়াটিও দানাপানি
ছেড়ে দেয় অজানা কারণে,
হয়ে ওঠে নেতিবাচক আরও
                             স্থির ওই জলের ছায়ার মতন

এর দ্ব্যর্থক অর্থ নেই কোনো
আদপেই কেউ যে ভালবাসে তোমায় একথা জানে জকিটি
আর ক্ষত দেহ থেকে মুখ তৈরী করে তুমি
প্রসাধনে ব্যস্ত থাকো
জকিটির হাতের রেখাপথ বরাবর রেস ফুলে ওঠে
যেন এক রুমালের ভেতর থেকে
বেরোবে খরগোশ বা গোসাপ এক্ষুনি

অথচ এখানে ফায়ারিং নেই, শেষ দাগের ধারে
দাঁড়িয়ে রয়েছে ঘোড়াটি অক্লান্ত, তার চোখের ভেতর
জকিটির অঙ্গুলিহেলন শব্দময় টুপটাপ পড়ছে... পড়ছে ঘোড়াটি

এবং দানাপানি খাওয়া ছেড়ে দেওয়া সে
অলিভ রঙের খাদের দিকে ছুটেছে
কফিনরঙা কালোর দিকে ছুটে চলেছে jockey বিহীন

(চিত্রঋণ : Nietzsche and the Horse : Eric Drass)


11 comments:

  1. ঘোড়া নিয়ে বেশ তো চলছে, শুভ !

    ReplyDelete
    Replies
    1. masudar da, apni porechen eta ekta prapti to botei

      Delete
  2. খুব নিজস্ব স্বর। ফ্রেশ হাওয়া একঝলক।

    ReplyDelete
  3. স্থির জলের মতন- এই মতন কি আনার খুব দরকার ছিল? আমি তো এই লাইনটি ছাড়াই কবিতাটা ভাল পড়তে পারছি । কেই বা কার মতন ।

    ভাল লাগছে । ভাল লাগল । বোধহয় সবচেয়ে ভাল লাগল ।

    ReplyDelete
    Replies
    1. thank u so much :)
      alor utsho change hole chaya o change hote pare... bt alor utsho jodi jol er range er baire berie jay tahole may b chaya taake dhorte pare na... sei byapar tar jonnoi lekha... apni sotti eto govire gie j porechen, setai prapti... emon motamot janaben, utsahito hoi... bhalo thakben...

      Delete
  4. স্থির জলের মতন- এই মতন কি আনার খুব দরকার ছিল? আমি তো এই লাইনটি ছাড়াই কবিতাটা ভাল পড়তে পারছি । কেই বা কার মতন ।

    ভাল লাগছে । ভাল লাগল । বোধহয় সবচেয়ে ভাল লাগল ।

    ReplyDelete
  5. ভীষণ রকম টানলো দুটোই। জকি jockey জেনুইন।

    ReplyDelete