তটরেখা : হাসান রোবায়েত

*

মা, তাঁর সমস্ত শ্রাবণ ঢেলে আটকাচ্ছেন পরাগ
বেঞ্চিতে ফাঁকা ফাঁকা রোদ
কেউ বরফ বললেই থেমে যাবে ওড়া!

যেন বুদ্বুদের পাশে প্রতিটি তারাই ভাষাহীন ইস্পাত
*
মাকে পাথর ভেবে পাশবাড়িতেই ঘুমিয়েছে রোদ 
মাঝে মাঝে উল ছড়ানো হাওয়ায় দেয়ালে ফুটে ওঠে রোদ 
তখন গোল গোল রুটিই শিশুদের ভ্যানগঘ

কে যেন ঘুমের ভেতর সরায় পাতার ফাঁক


                                      (চিত্রঋণ : ভিনসেন্ট ভ্যান গঘ)
 

6 comments:

  1. রোবায়েত ভাই, কবিতাটা ভালো লাগলো।

    ReplyDelete
  2. অপূর্ব অনুভূতি বোধ জাগল কবিতাটি পাঠ করে ।

    ReplyDelete
  3. বাহ! খুব সুন্দর কবিতা

    ReplyDelete
  4. অসম্ভব ভালো লাগলো

    ReplyDelete
  5. ভালো লাগলো, রোবায়েত। অনেক অনেক ভালোবাসা।

    ReplyDelete