*
মা, তাঁর
সমস্ত শ্রাবণ ঢেলে আটকাচ্ছেন পরাগ
বেঞ্চিতে ফাঁকা ফাঁকা রোদ—
কেউ বরফ বললেই থেমে যাবে ওড়া!
বেঞ্চিতে ফাঁকা ফাঁকা রোদ—
কেউ বরফ বললেই থেমে যাবে ওড়া!
যেন বুদ্বুদের পাশে প্রতিটি তারাই ভাষাহীন ইস্পাত—
*
মাকে পাথর ভেবে পাশবাড়িতেই ঘুমিয়েছে রোদ—
মাঝে মাঝে উল ছড়ানো হাওয়ায় দেয়ালে ফুটে ওঠে রোদ—
তখন গোল গোল রুটিই শিশুদের ভ্যানগঘ—
মাকে পাথর ভেবে পাশবাড়িতেই ঘুমিয়েছে রোদ—
মাঝে মাঝে উল ছড়ানো হাওয়ায় দেয়ালে ফুটে ওঠে রোদ—
তখন গোল গোল রুটিই শিশুদের ভ্যানগঘ—
রোবায়েত ভাই, কবিতাটা ভালো লাগলো।
ReplyDeleteঅপূর্ব অনুভূতি বোধ জাগল কবিতাটি পাঠ করে ।
ReplyDeleteবাহ! খুব সুন্দর কবিতা
ReplyDeleteঅসম্ভব ভালো লাগলো
ReplyDeleteভালো লাগলো, রোবায়েত। অনেক অনেক ভালোবাসা।
ReplyDeleteki bhalo lekha bhai---
ReplyDelete